বুধবার ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশালে বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে এলাকাজুড়ে উত্তেজনা
বরিশালে বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে এলাকাজুড়ে উত্তেজনা
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে এলাকাজুড়ে উত্তেজনা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনার সৃষ্টি হয়েছে নগরীর ২৬নং ওয়ার্ডে। সংগঠনটির এক পক্ষ আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন করেন এবং অপর পক্ষ নিজ এলাকার যুবদলের কার্যলয়ে সংবাদ সম্মেলন করেছেন। এতে উভয় পক্ষই নিজেদকে বিএনপির নেতা দাবি করেন। পাশাপাশি উভয়পক্ষের মধ্যে হুমকি-ধমকির ঘটনাও ঘটছে।

একপক্ষ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন, নগরীর ২৬নং ওয়ার্ড বিএনপির কর্মী শেখ সাদির উপর আওয়ামী সন্ত্রাসী বাহিনী হামলা করে কিছুদিন পূর্বে। এই ঘটনাকে কেন্দ্র করে গত ১০ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করান বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মেদ। সেই মামলায় আওয়ামী স্বৈরাচারের আমলে বারবার নির্যাতিত ও কারাবরণকারী ওই ওয়ার্ডের বিএনপির সিনিয়র নেতাকর্মীদের আসামি করা হয়। এরপর ৫ আগস্টের পর বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীদের নামে-বেনামে ৮টি মামলা দায়ের করিয়েছেন। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।

শুধু তাই নয় দলের সিদ্ধান্ত অমান্য করে ২০২৩ সালে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেন ফরিদ উদ্দিন। পরে বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত হন ফরিদ উদ্দিন। সেই থেকে নিজ দলের নেতাকর্মীদের বিভিন্ন অভিযোগে মিথ্যা মামলায় অন্তর্ভুক্ত করিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন। সর্বশেষ ২৬নং ওয়ার্ড বিএনপির কর্মী শেখ সাদির উপর আওয়ামী সন্ত্রাসী বাহিনী হামলার মামলায়ও নিজ দলের কর্মীদের আসামী করান ফরিদ।

দলের কর্মীর ওপর হামলা এবং মিথ্যা মামলায় নেতাকর্মীদের ফাঁসানোর অভিযোগে ২৬ নম্বর ওয়ার্ড’র সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা ফরিদ উদ্দীনের বিচারের দাবিতে সোমবার নগরীর কালিজিরা সাউথ এ্যাপোলো হাসপাতাল সংলগ্ন ওয়ার্ড যুবদলের কার্যলয়ে ওয়ার্ড যুবদলের আহবায়ক জিয়াউর রহমান বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ফরিদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবদল সহ বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অপরপক্ষ বিএনপির সদস্য শেখ সাদীর উপর সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয়ার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একই দিন সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন করেন।

আর সেই মানববন্ধনে নেতৃত্ব দেন ঐ ওয়ার্ডের বিএনপির সাবেক সাধারন সম্পাদক গফফার মোল্লার ও সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন। সেখানেও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির একাংশের সাবেক ও বর্তমান কমিটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, শেখ সাদী সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে তার মটরসাইকেলের গতিরোধ করে নৃসংশ হামলা চালিয়ে চার হাত-পা ভেঙ্গে দেয়। একই দলের বর্তমান কমিটিতে থাকা কিছু নেতাকর্মী। তাই হামলার ঘটনায় সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমাদের মানববন্ধন করা।

এদিকে একই দলের দুটি গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে স্থানীয় এবং নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে উত্তেজনা।

এ বিষয়ে দলের সিনিয়র নেতাদের কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান উভয়পক্ষ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ