|
প্রবাসীর গাড়িতে ডাকাতি, ৫০ লক্ষাধিক টাকার মালামাল লুট
প্রবাসীর গাড়িতে ডাকাতি, ৫০ লক্ষাধিক টাকার মালামাল লুট
|
|
দখিনের সংবাদ ডেক্স ::: চাঁদপুরের হাজীগঞ্জে এক আমেরিকা প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় হাজীগঞ্জ-গৌরিপুর সড়কের হাজীগঞ্জ মডেল মসজিদের সামনে এ ঘটনা এ ঘটে। হাজীগঞ্জ থানা সূত্রে জানা যায়, আমেরিকা প্রবাসী লক্ষীপুর সদর ইউনিয়নের দক্ষিণ মজুপুর কাজী বাড়ির খোরশেদ আলমের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও তার মা নুরজাহান বেগম (৭০) মঙ্গলবার রাতে আমেরিকা থেকে বাংলাদেশে আসেন। এয়ারপোর্ট থেকে একটি মাইক্রো ভাড়া করে (যার নং-ঢাকা মেট্রো -চ- ১৯-৩৪১৭) বাড়িতে যাওয়ার পথে হাজীগঞ্জ-গৌরিপুর সড়কের হাজীগঞ্জ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের সম্মুখে আসলে ডাকাত দল পিকআপ (মিনি ট্রাক) দিয়ে তাদের গাড়ির গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এ সময় গাড়ি ভাঙচুর করে ১০ ভরি স্বর্ণ, নগদ ৩০ হাজার ইউএস ডলার, ও কিছু নগদ টাকাসহ প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ওই গাড়িতে জাহাঙ্গীর আলমের সঙ্গে থাকা খোরশেদ আলমের ছোট ভাই সাইফুল আলম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। হাজীগঞ্জ-গৌরিপুর সড়কের হাজীগঞ্জের বারেকের দোকান থেকে শুরু করে কাজীরগাঁও চৌরাস্তা সড়ক পর্যন্ত গত এক মাসে তিনটি প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। এমনকি পুলিশ কোনো তথ্যও উদ্ধার করতে পারেনি। এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ক্ষতিগ্রস্ত আমেরিকা প্রবাসী সন্ধ্যায় মামলা করার কথা বলেছে। আমরা তদন্ত করছি। |