|
হঠাৎ উত্তপ্ত বরিশালের রাজপথ
হঠাৎ উত্তপ্ত বরিশালের রাজপথ
|
|
দখিনের সংবাদ ডেক্স ::: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের জুলাই বিপ্লবের পর হঠাত করে কয়েকটি ইস্যু নিয়ে বরিশালের রাজপথ উত্তপ্ত হয়ে উঠেছে। এরমধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে-ববিতে ২২ দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের অনড় কর্মসূচি, শেবামেকে কমপ্লিট শাটডাউনের মধ্যে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ করে সরকারি প্রজ্ঞাপনে অগ্নিসংযোগ, কুয়েটে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা, ভাড়া নিয়ে দ্বন্ধে সহপাঠীদের মারধরের প্রতিবাদে লঞ্চঘাটে আইএইচটির শিক্ষার্থীদের বিক্ষোভ, জাতীয় সংসদ নির্বাচন, নিত্যপণ্যের মূল্য সহনশীল পর্যায়ে আনাসহ বেশ কিছু ইস্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রতিদিনই চলছে মিছিল ও সমাবেশ। দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি জেলার প্রায় প্রতিটি উপজেলায় সমাবেশের মাধ্যমে নিত্যপণ্যের মূল্য সহনশীল পর্যায়ে আনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সভা ও সমাবেশের মাধ্যমে তাদের শক্তির জানান দিচ্ছেন। অপরদিকে জামায়াতে ইসলামী দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। সবমিলিয়ে ক্রমেই উত্যপ্ত হয়ে উঠেছে বরিশালের রাজপথ। সূত্রমতে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ১৯ ফেব্রুয়ারি দুপুরে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একটি মিছিল বের করতে চেয়েছেন। আর সেই মিছিলে যোগ দিতে অপর একটি কলেজের বহিরাগত শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসলে ছাত্রদলের অনুসারীরা তাতে ক্ষুব্ধ হন। এনিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সদস্য সচিব এসএম ওয়াহিদুর রহমান বলেন, কুয়েটের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে একটি কর্মসূচি ছিল। সেখানে কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। সেখানে যারা হামলা চালিয়েছে তারা নিজেদের ছাত্রদলের কর্মী পরিচয় দিয়েছিলেন। বিষয়টি জানতে পেরে ছাত্রদলের মহানগরের নেতারা ও আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘটনাস্থলে আসি। পরে আলোচনার মধ্যদিয়ে ভুল বোঝাবুঝির নিস্ফতি করা হয়েছে। মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। |