মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গণমাধ্যের স্বাধীনতা না থাকলে সেই দেশে গণতন্ত্র থাকে না : বিএনপি নেতা রহমতুল্লাহ
গণমাধ্যের স্বাধীনতা না থাকলে সেই দেশে গণতন্ত্র থাকে না : বিএনপি নেতা রহমতুল্লাহ
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গণমাধ্যের স্বাধীনতা না থাকলে সেই দেশে গণতন্ত্র থাকে না : বিএনপি নেতা রহমতুল্লাহ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: গণমাধ্যমকর্মীরা সকল মানুষের খোঁজ খবর নেয়। কিন্তু তাদের কেউ খোঁজ নেয় না। রাজনৈতিক নেতা কর্মীদের উচিৎ গণমাধ্যমকর্মীদের খোঁজ নেয়া। গণমাধ্যের স্বাধীনতা না থাকলে সেই দেশে গণতন্ত্র থাকে না। গণতান্ত্রিক একটি দেশে গণমাধ্যমের স্বাধীনতা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে আমি সামর্থ্য অনুযায়ী সাংবাদিকদের খোঁজ নিয়ে থাকি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে অনুষ্ঠিত ‌‌‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ এসব কথা বলেন।

উপস্থিত সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে আবু নাসের মো. রহমতুল্লাহ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বক্তব্যের বিষয়টি সকলেই অবগত রয়েছেন। দলের নাম ভাঙ্গিয়ে অপরাধমূলক কার্যক্রম করলে ছাড় দেয়া হবে না। তিনি দেশের সকল বিএনপি নেতার কার্যক্রম সম্পর্কে খোঁজ রাখছেন। তাছাড়া দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উন্নত দেশে বসবাস করায় সেই দেশের নানা নিয়ম ও কার্যক্রম কিভাবে দেশে চালু করা যায় বিষয়গুলো নিয়ে আগে থেকেই দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা করে আসছেন।

আর দল যদি মনে আমাকে কোন আসনে মনোনীত করবে- তাহলে অবশ্যই নির্বাচনে প্রার্থী হয়ে অংশগ্রহণ করবো। কারণ, জননেতা হয়ে জনগনের জন্য সহজে জনসেবামূলক নানা কার্যক্রম করা যায়।

স্বাগত বক্তব্যে বিআরইউ সাধারণ সম্পাদক সাংবাদিক খালিদ সাইফুল্লাহ বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসন আমলে বাংলাদেশ ছিল ‘পুলিশ রাষ্ট্র’। দলীয় ক্যাডার স্টাইলে সক্রিয় ভূমিকায় মাঠে ছিল পুলিশ। দেশজুড়ে দমন-নিপীড়নের শিকার হয়ে বিএনপি নেতাকর্মীরা সহ নিরীহ ধর্মপ্রাণ মুসল্লিরা। কারণ, তাদের জামায়েত-শিবির তকমা দিয়ে আটক বা গ্রেফতার করা হত। আ.লীগ আমলে আমি সহ আমার পরিবার মানসিক ও অর্থনৈতিকভাবে নির্যাতনের শিকার হয়েছি। আমার ভাই শারীরিকভাবে এবং সহকর্মী নূরুজ্জামান পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হয়েছিল।

বিআরইউ সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ম সম্পাদক রাসেল হোসেন (দখিনের সময়), কোষাধ্যক্ষ মো. নূরুজ্জামান (কাগজ), শাহিন হাফিজ (ইত্তেফাক), মাসুদ রানা (নিউ নেশন), সৈয়দ মেহেদী হাসান (ঢাকা পোস্ট), শাওন খান (জাগো নিউজ), রবিউল ইসলাম রবি (বাংলা কাগজ), নাজমুল ফকির (বাংলা টিভি), সিএইচ মাহাবুব রহমান (আমাদের বরিশাল) ও সংগঠনের সিংহভাগ সদস্যসহ বরিশালের অধিকাংশ স্থানীয়, জাতীয় ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরইউ সাবেক সভাপতি সুশান্ত ঘোষ ( দৈনিক ডেইলি স্টার)।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ