|
বরিশালে মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে ২ টন ঝাটকা উদ্ধার
বরিশালে মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে ২ টন ঝাটকা উদ্ধার
|
|
দখিনের সংবাদ ডেক্স :::বরিশালে থেকে বিক্রির উদ্যেশে ঢাকা পাঠানোর সময় নগরীর রাব্বি ফিলিং ও সুরভি পেট্রোল পাম্পের সামনে থেকে বিপুল পরিমান ঝাটকা মাছ জব্দ করেছে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। জেলা মৎস্য অফিস সূত্রে জানাযায় বরিশাল থেকে ঢাকার উদ্যেশে বিক্রির উদ্যেশে ঢাকা পাঠানোর সময় আমরা গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাশিপুর সুরভি পাম্প ও রাব্বি ফিলিং পাম্পে সামনে অভিযান পরিচালনা করে প্রায় ১ টন ঝাটিকা ইলিশ জব্দ করি।জব্দকৃত মাছের সাথে আমরা ৩জনকে অটোসহ আটক করি তাদেরকে ১২হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত মাছ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতে নগরীর বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করে দেওয়া হয়েছে। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা বলেন আমাদের অভিযান অব্যাহত চলমান আছে। |