|
উজিরপুরে মোটরসাইকেল ও মাহেন্দ্রার সংঘর্ষে যুবক নিহত, আহত ১
উজিরপুরে মোটরসাইকেল ও মাহেন্দ্রার সংঘর্ষে যুবক নিহত, আহত ১
|
|
উজিরপুর প্রতিনিধি ::: বরিশাল জেলার উজিরপুরে মোটরসাইকেল ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মোঃ জহিরুল ইসলাম স্বপন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে পরমানন্দশাহ শহিদ এর ইট ভাটার সামনে পাকা রাস্তা দিয়ে মোটরসাইকেলযোগে উজিরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের মোবারক হাওলাদারের ছেলে মোঃ জহিরুল ইসলাম স্বপন (৩২) ও বামরাইল গ্রামের মোঃ রুহুল আমিন রাড়ীর ছেলে মোঃ জসিম রাড়ী(৩৫) উজিরপুর থেকে ডাবেরকুল যাওয়ার সময় পরমানন্দশাহ নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাড়িয়ে থাকা মাহিন্দ্রার সাথে সজোরে আঘাত লাগলে তারা মোটরসাইকেলে থাকা দু’জনই গুরতর জখম হয়। স্থানীয়রা তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাঃ তাদের অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এরমধ্যে জহিরুল ইসলাম স্বপন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত জসিম চিকিৎসাধীন রয়েছে। উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে জহিরুল ইসলাম স্বপনের সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুতে পুরো উপজেলাজুড়ে শোকের মাতম বইছে। |