|
কাজিরহাটে আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিন ফকির পুলিশের হাতে গ্রেফতার
কাজিরহাটে আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিন ফকির পুলিশের হাতে গ্রেফতার
|
|
বিশেষ প্রতিনিধি। বরিশাল জেলার কাজিরহাট থানার ভাসানচর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ফকির দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটে বরিশাল শহরে কাজিরহাট থানার এসআই মেহেদী কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নির্দেশক্রমে ডিবি পুলিশের সহযোগিতায় শাহাবুদ্দিন ফকিরকে গ্রেপ্তার করতে সক্ষম হন। থানা সূত্রে জানা যায়। কিছুদিন আগে লতা ইউনিয়নের বিএনপির সভাপতি হুমায়ুন শাহিনের উপরে রাতের আঁধারে গুলিবর্ষণ করে ও বোমা ফাটায়। তাকে হত্যার উদ্দেশ্য। এলাকার লোকজন ডাক চিৎকার শুনে দৌড়াইয়া এলে। সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ব্যাপারে কাজিরহাট থানায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রহিমশরীফসহ নয়জনকে ও অজ্ঞাতনামা আরো ৩০-৩৫জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন /ওই মামলার ধারাবাহিকতায় শাহাবুদ্দিন ফকিরকে ঘটনায় জড়িত সন্দেহ থাকায় /পুলিশ তাকে গ্রেফতার করে /বিস্ফোরণ মামলায় আসামি করে আদালতে প্রেরণ করেন /এ ব্যাপারে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ এর সাথে আলাপ করলে //তিনি জানান এলাকা শুনতে জানতে পেলাম /শাহাবুদ্দিন ফকির আওয়ামী সরকারের আমলে এলাকায় দীর্ঘদিন নৈরাজ্য সৃষ্টি করে /রাম রাজ্য কায়েম করেন /শাহাবুদ্দিন ফকিরের ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে পারত না /মানুষকে হুমকি-ধুমকি দিয়ে মামলার ভয় দেখাতো |