সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশালে ডাকাতের ছবি তোলায় সাংবাদিকের গাড়ি পোড়ালো ছাত্রদল নেতা সোহেল
বরিশালে ডাকাতের ছবি তোলায় সাংবাদিকের গাড়ি পোড়ালো ছাত্রদল নেতা সোহেল
প্রকাশ: ২৭ মার্চ, ২০২৫, ২:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে ডাকাতের ছবি তোলায় সাংবাদিকের গাড়ি পোড়ালো ছাত্রদল নেতা সোহেল
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে ডাকাতদের ছবি ধারণ করায় সাংবাদিকের মোটেরসাইকেল ভাঙচুর করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়িসহ তার অনুসারীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর কোর্ট কম্পাউন্ডে এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। তখন পালিয়ে যায় সোহেল রাড়িসহ ছাত্রদল নেতা আলমাস, ইমরানসহ ১০-১৫ জন নেতাকর্মী।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন বরিশালের গণমাধ্যমকর্মীরা। পেশাগত কাজে গিয়ে এমন হামলার ঘটনা গণমাধ্যমের জন্য অশনি সংকেত বলে মনে করছে নগরীর সচেতন নাগরিকরা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরিশাল নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।

ভূক্তভোগী সাংবাদিক এন আমিন রাসেল বরিশাল নগরীর একটি স্থানীয় গণমাধ্যমের ফটো সাংবাদিক হিসেবে কর্মরত।

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, বৃহস্পতিবার দুপুরে কোর্ট কম্পাউন্ডে ডাকাতি মামলার আসামিদের ছবি ধারণ করেন সাংবাদিক আলামিন। এসময় কয়েকজন যুবক উত্তেজিত হয়ে ফটো সাংবাদিক এন আমিন রাসেলের মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।

ভূক্তভোগী সাংবাদিক এন আমিন রাসেল বলেন, কয়েক দিন আগে বরিশালের বাবুগঞ্জের পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বৃহস্পতিবার সেই ডাকাতি মামলার আসামিদের কারাগার থেকে বরিশাল আদালতে হাজিরা দিতে নিয়ে আসে পুলিশ। তখন ওই আসামিদের ছবি ধারণ করতে গেলে প্রথমে বাধা দেয় বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়ি। এরপর ছবি তুলতে থাকার অপরাধে সোহেল রাড়ি, আলমাস, ইমরানসহ ১০-১৫ জন ছাত্রদল নেতাকর্মী আমার মোটরসাইকেল পুড়িয়ে দেয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর বরিশাল জেলার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ছবি ধারণ করা গণমাধ্যমকর্মীরা দায়িত্ব। কোন গণমাধ্যমকর্মীকে তার দায়িত্ব পালনে বাধা দেয়া গুরুতর অপরাধ। এতে অবাদ তথ্য প্রবাহ বাধাগ্রস্ত হয়। এতে যা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার দাবি করেন তিনি।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এদিকে এ ঘটনা গণমাধ্যমের জন্য হুমকি স্বরূপ বলে মনে করেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। তিনি এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার শেষে বিচারের দাবি




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ