সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোলায় জমি বন্ধকের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা!
ভোলায় জমি বন্ধকের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা!
প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৫, ২:১৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় জমি বন্ধকের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা!
সংবাদটি শেয়ার করুন....

ভোলা প্রতিনিধি ::: ভোলায় জমি বন্ধকের পাওনা টাকার জন্য মো. শাজাহান চৌকিদার (৬৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের চর আনন্দ স্লুইজ গেট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাজাহানের স্ত্রী মিলন বেগম জানান, তার স্বামী ইলিশা চর আনন্দ এলাকার একজন ব্যবসায়ী। তার কাছ থেকে এলাকার সিরাজ মাঝি নামে এক ব্যক্তি জমি বন্ধকের চার লাখ টাকা পেত। এরইমধ্যে শাজাহান পাওনাদার সিরাজকে ১ লাখ টাকা পরিশোধ করে দেয়। বাকি ৩ লাখ টাকা আসন্ন ঈদুল আযহার পর দেয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগেই স্লুইজ গেট বাজারে শাজাহানের ভাড়া দেয়া দোকানে পাওনা টাকার জন্য মঙ্গলবার সকালে সিরাজ তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে শাজাহান ঘটনাস্থলে গেলে সিরাজসহ অন্যদের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে তাকে মারধর করে। এ সময় গুরুতর আহত হন শাজাহান। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছেন পাওনা টাকা নিয়ে দোকানে তালা মারলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় শাজাহান অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছার আগেই তিনি মারা যান বলে চিকিৎসক জানিয়েছেন। স্বজনরা তাকে বাড়ি নিয়ে যাওয়ার একপর্যায়ে ফেরত আনে (হাসপাতালে)। এ বিষয়ে পুলিশের কাছে একটি অভিযোগ করা হয়েছে। যাচাই বাছাই করে তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।

তবে ঘটনার পর থেকে অভিযুক্ত সিরাজ মাঝি আত্মগোপনে থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ