|
চড়কাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের এড হক কমিটির নতুন সভাপতি পূর্ণিমা সরদার
চড়কাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের এড হক কমিটির নতুন সভাপতি পূর্ণিমা সরদার
|
|
নারী উদ্যোক্তা ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সদস্য পূর্ণিমা সরদার চরকাউয়া নয়ানি মাধ্যমিক বিদ্যালয় সভাপতি ঃকিছু কথা সাংবাদিক ঃ মুহাম্মদ শাহজালাল হাওলাদার operation hard to rish CharKauwa Nayani Secondary School managing commity president.দুর্গম এবং পিচ্ছিল পথ অতিক্রম করে এই অপারেশনের যাত্রা শুরু হয়। প্রথম ধাপে হেরে গেলেও দ্বিতীয় ধাপে আত্মবিশ্বাস এবং পরিপক্ক পরিকল্পনায় বিজয় আসে। বরিশাল সদর উপজেলাধীন ৭ নং চরকাউয়া নয়ানি গ্রামে মাধ্যমিক স্তরের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান চর কাউয়া নয়ানি মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘ সময় একটি চরম উৎকণ্ঠা বিরাজ করতে ছিল। এখানে ২টি প্যানেল হওয়ার কারণে অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্কের অবনতি ঘটে। যাহা আমাদের মোটেই প্রত্যাশা ছিল না। যাহার অবসান ঘটল আজকে ২৩ শে এপ্রিল ২০২৫ বরিশালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পূর্ণিমা সরদার কে ম্যানেজিং কমিটির সভাপতি অনুমোদন দেওয়ায় মাধ্যমে। পূর্ণিমা সরদার হলো চর কাউয়া নয়ানী সম্ভ্রান্ত মুসলিম পরিবার মো: নূরুল ইসলাম মৃধা পুত্রবধূ। আর এই পরিবারটি কমান্ডার মো: নুরুল ইসলাম মৃধা। তার রাজনীতিক সামাজিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সবকিছু এলাকাবাসীর জন্য উৎসর্গিত। এমনকি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্নে এলাকাবাসীকে সাথে নিয়ে কাঠ বাশ টাকা উত্তোলন করে বিদ্যালয়টি স্থাপন করেছেন। যাহা অনেকেই হয়তোবা ভুলে গেছে। ভুলে যাও ইতিহাসকে সামনে রেখে এখন থেকে নতুন করে পথচলা শুরু হবে আর এই পথ চলা যদি উর্বার হয় তাহলে সুফল ভোগ করবে এলাকাবাসী। তখনই এই পরিবারটি খুশি হবে। এবং নতুন আরেকটি ইতিহাস রচনা হবে সেই ইতিহাসটি হবে এমন——– প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদে ছিলে তুমি হেসেছিলে সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমরা এলাকাবাসী সে প্রত্যাশায় রইলাম। লেখক সাংবাদিক ঃমুহাম্মদ শাহজালাল হাওলাদার ব্যুরো চীফ জাতীয় দৈনিক পূর্বাভাস ও সিনিয়র স্টাফ রিপোর্টার দৈনিক বাংলাদেশ বাণী |