সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বানারীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামী শোভন মিস্ত্রি গ্রেফতার
বানারীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামী শোভন মিস্ত্রি গ্রেফতার
প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামী শোভন মিস্ত্রি গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের বানারীপাড়ায় পৌর শহরের দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে প্রায় ২৭ ঘন্টা আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামী শোভন মিস্ত্রিকে (২২) গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সোয়া তিনটার দিকে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফার নির্দেশনায় উপ-পরিদর্শক মো. মিরাজুর রহমানের নেতৃত্বে পুলিশ ঢাকার দোহার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শুক্রবার (২৫ এপ্রিল ) বেলা ১১টার দিকে তাকে বানারীপাড়া থানায় নিয়ে আসা হয়। শনিবার (২৬ এপ্রিল) সকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হবে বলে থানা সুত্রে জানা গেছে।

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল দুপুর ১২টার দিকে ওই ছাত্রীকে তার পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ভাড়াটিয়া বাসার সামনের পাকা রাস্তা থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে বখাটে শোভন মিস্ত্রি ব্যটারিচালিত ইজিবাইক গাড়িতে তুলে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে ৩ এপ্রিল দুপুর ১২টার পর থেকে ৪ এপ্রিল বিকাল ৩টার আগ পর্যন্ত আটকে রেখে ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করা হয়। পরে বিকালে শোভন মিস্ত্রি অসুস্থ ভিকটিমকে তার বাসার সামনে ফেলে রেখে যায়।

এ ব্যাপারে ভিকটিম ওই ছাত্রীর মা বাদী হয়ে ৪ এপ্রিল রাতে বানারীপাড়া থানায় উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের বাবুল মিস্ত্রির ছেলে শোভন মিস্ত্রিকে (২২) আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামী শোভন মিস্ত্রি পলাতক ছিল।

ওই সময় এ ধর্ষণের প্রতিবাদে ধর্ষককে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বানারীপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে সর্বস্তরের মানুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছিল। আলোচিত এ ধর্ষণ ঘটনার প্রায় ২১ দিন পরে অবশেষে আসামী শোভন মিস্ত্রি গ্রেফতার হল।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ