রবিবার ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বানারীপাড়ায় আবারও দুই বাসায় দুর্ধর্ষ ডাকাতি, ডলার-রিয়াল-টাকা ও স্বর্নালঙ্কার লুট
বানারীপাড়ায় আবারও দুই বাসায় দুর্ধর্ষ ডাকাতি, ডলার-রিয়াল-টাকা ও স্বর্নালঙ্কার লুট
প্রকাশ: ৪ মে, ২০২৫, ১২:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় আবারও দুই বাসায় দুর্ধর্ষ ডাকাতি, ডলার-রিয়াল-টাকা ও স্বর্নালঙ্কার লুট
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের বানারীপাড়া উপজেলা যেন চোর-ডাকাতদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিমপাড়ের পরে এবার পূর্বপাড়ে সশস্ত্র ডাকাতদল হানা দেওয়া শুরু করেছে। এছাড়া প্রায়ই পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় ঘটছে দুঃসাহসিক চুরির ঘটনা। সম্প্রতি উপজেলার বাইশারী ইউনিয়নে পরপর তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঘটনার রেশ না কাটতেই শনিবার (৩ মে) দিবাগত গভীর রাতে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামে তালুকদার বাড়িতে পাশাপাশি দুই বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

ওই বাড়ির অবসরপ্রাপ্ত পুলিশ সুপার বজলুর রহমান তালুকদারের বড় ভাই প্রয়াত আবু হোসেন তালুকদার ও তার চাচাতো ভাই আজাদ তালুকদারের বাসায় এ সিরিজ ডাকাতি সংঘটিত হয়।

শনিবার (৩ মে) রাত তিনটা-সাড়ে তিনটার দিকে একদল মুখোশধারী সশস্ত্র ডাকাতদল ৫/৬ জন করে দুই ভাগে বিভক্ত হয়ে ওই দুই বাসার বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে ও পরে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। এসময় তারা আজাদ তালুকদার,তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত মনিরা বেগম ও ছেলে সাকিবের মুখ ও হাত-পা বেধে ফেলেন। আজাদ তালুকদার ও তার ছেলে সাকিবকে এসময় মারধর করা হলেও ক্যান্সার আক্রান্তের কথা শুণে ডাকাত দেখে ভয়ে পানি খেতে চাওয়া মনিরা বেগমকে ডাকাতরা পানি পান করান। ওই বাসা থেকে তারা নগদ ৬ হাজার টাকা ও দুটি দামি এন্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়।

একই সময় ওই বাড়ির প্রয়াত আবু হোসেন তালুকদারের বাসায় প্রবেশ করে সশস্ত্র ডাকাতদল তার স্ত্রী বানারীপাড়ার চৌয়ারীপাড়া হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক ও উজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোসাম্মৎ হাফিজা বেগম, তার পুত্রবধু ফারিহা ও আড়াই বছর বয়সী নাতনি মেহেরিনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে দুটি স্টীলের আলমিরা ও দুটি সোকেশ ভেঙ্গে নগদ দেড় লাখ টাকা, দেড় হাজার ইউএস ডলার, ১৮ শত সৌদি রিয়াল, প্রায় ১৮ ভরি স্বর্নালঙ্কার ও ৫ টি দামি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়। এসময় শিশু মেহেরিন ডাকাত দেখে কান্নাকাটি শুরু করলে মেহেরিন ও তার মা ফারিহাকে হত্যার হুমকি দেওয়া হয় এবং মুখ চেপে ধরায় অ্যাজমা আক্রান্ত বৃদ্ধা হাফিজা বেগম নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম হয়। ফলে ভয়ে এক পর্যায়ে তারা ডাকাতদের আলমিরা ও সোকেশের চাবি দিয়ে দেন।

ডাকাতির খবর পেয়ে রোববার (৪ মে) সকালে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল ও বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ ব্যাপারে প্রয়াত আবু হোসেন তালুকদারের ছেলে দীপ্ত টিভির ব্রডকাষ্ট আইটির এক্সিকিউটিভ মেহেদী হাসান রাজ ও আজাদ তালুকদারের ছেলে সাকিব তালুকদার বাদী হয়ে রোববার (৪ মে) বিকালে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ