শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পিরোজপুরে ২ হাজার ৩৭৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
পিরোজপুরে ২ হাজার ৩৭৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: ৩ জুন, ২০২৫, ১:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পিরোজপুরে ২ হাজার ৩৭৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার ৩৭৪ পিস ইয়াবাসহ শাহীন হাওলাদার (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২ জুন) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হোরের হাওলা এলাকার তাহফিজুল কোরআন মাদ্রাসার সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

শাহীন হাওলাদার পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের আফজাল হোসেন হাওলাদারের ছেলে।

জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) রবীন রহমান ও তার সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। অভিযানে শাহীন হাওলাদারকে ২ হাজার ৩৭৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

 

 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি মাদক কারবারে জড়িত এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রতি পিস ৪০০ টাকা হিসাবে আনুমানিক ৯ লাখ ৪৯ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

এ বিষয়ে মঙ্গলবার দুপুর ১২টায় পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানান।

তিনি বলেন, শাহীন হাওলাদারকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ