শুক্রবার ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাভারে যাত্রীবেশে চলন্ত বাসে ডাকাতি, আহত ৪
প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৪, ৯:৫৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাভারে যাত্রীবেশে চলন্ত বাসে ডাকাতি, আহত ৪
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে ওয়েলকাম পরিবহন নামের একটি চলন্ত বাসে যাত্রীবেশে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে চারজন আহত হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বিপিএটিসির সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শামীম নামের একজন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে বাকি আহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বাসের যাত্রী হারুন-অর-রশিদ বলেন, আমি সাভার উলাইল থেকে ওয়েলকাম বাসে উঠি। বাসটি সাভার বাসস্ট্যান্ড পার হলে যাত্রীবেশে থাকা কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কয়েকজন যাত্রীকে জিম্মি করে ফেলে। এ সময় বাসে থাকা যাত্রীদের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। তখন কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

আহত শামীমের ভায়রা মিজানুর রহমান ঢাকা পোস্ট বলেন, আমার ভায়রা ওয়েলকাম বাসে করে আশুলিয়ার শ্রীপুরে যাচ্ছিল। এ সময় সাভারের বিপিএটিসি এলাকায় যাত্রীবেশে থাকা একদল ডাকাত অস্ত্র নিয়ে যাত্রীদের মালামাল লুট করে। তখন আমার ভায়রাকে ধারালো অস্ত্র দিয়ে বুকসহ কয়েক জায়গায় আঘাত করে। তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

ডা. হাসান মাহবুব বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আহত চারজন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন। এরমধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি যারা ছিল তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম ঢাকা পোস্টকে বলেন, বিশমাইলে ডাকাতির শিকার বাসটি রয়েছে। আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অলক কুমার দে ঢাকা পোস্টকে বলেন, বিশমাইল এলাকায় ছাত্ররা চালক ও হেলপারসহ বাসটিকে আটক করেছে। আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ