শুক্রবার ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশালে যাত্রীবেশে অটোরিকশা ছিন*তাই*কালে আটক, ২
প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৪, ৮:১২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে যাত্রীবেশে অটোরিকশা ছিন*তাই*কালে আটক, ২
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইকালে নাঈম হাওলাদার (২১) ও আল আরাফাত ইয়াছিন (২০) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে এই ঘটনা ঘটে। এসময় অটোরিকশা উদ্ধার এবং ছিনতাই করা প্রায় ৫০০ টাকা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন নগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার। এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন ওসি।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন, নাঈম হাওলাদার (২১), বরিশাল জেলার বাকেরগঞ্জের দিয়াতলী গ্রামের নাসির উদ্দিন হাওলাদারের ছেলে। এছাড়া আল আরাফাত ইয়াছিন (২০), ঝালকাঠি জেলার নলছিটির শীতলাপাড়া গ্রামের খলিল হাওলাদারের ছেলে। ভুক্তভোগী অটোরিকশা চালক মো. সাফিন (১৭) বলেন, ‘যাত্রীর জন্য নথুল্লাবাদ বাস টার্মিনালে দাঁড়িয়ে ছিলাম।

তখন ওই দুই যুবক ১০০ টাকা ভাড়ায় গুঠিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথে চন্দ্রপাড়া নামে একটি গ্রামে অটোরিকশা থামিয়ে চাকু দেখিয়ে পকেটে থাকা টাকা ও অটোরিকশা ছিনিয়ে নেয়। এরপর তারা আমার মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে রাখে।

এ ঘটনা আরেক অটোরিকশা চালক দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ও স্থানীয় জনতা ওই যুবকদের ধরে নিয়ে যায়, জানান তিনি। এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার বলেন, দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

এ ঘটনায় পরবর্তীতে আইনানুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে, জানান তিনি। বরিশালে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইকালে নাঈম হাওলাদার (২১) ও আল আরাফাত ইয়াছিন (২০) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে এই ঘটনা ঘটে। এসময় অটোরিকশা উদ্ধার এবং ছিনতাই করা প্রায় ৫০০ টাকা জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার। এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন ওসি। অভিযুক্ত ব্যক্তিরা হলেন, নাঈম হাওলাদার (২১), বরিশাল জেলার বাকেরগঞ্জের দিয়াতলী গ্রামের নাসির উদ্দিন হাওলাদারের ছেলে। এছাড়া আল আরাফাত ইয়াছিন (২০), ঝালকাঠি জেলার নলছিটির শীতলাপাড়া গ্রামের খলিল হাওলাদারের ছেলে।

ভুক্তভোগী অটোরিকশা চালক মো. সাফিন (১৭) বলেন, যাত্রীর জন্য নথুল্লাবাদ বাস টার্মিনালে দাঁড়িয়ে ছিলাম। তখন ওই দুই যুবক ১০০ টাকা ভাড়ায় গুঠিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথে চন্দ্রপাড়া নামে একটি গ্রামে অটোরিকশা থামিয়ে চাকু দেখিয়ে পকেটে থাকা টাকা ও অটোরিকশা ছিনিয়ে নেয়।

 

এরপর তারা আমার মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে রাখে। এ ঘটনা আরেক অটোরিকশা চালক দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ও স্থানীয় জনতা ওই যুবকদের ধরে নিয়ে যায়, জানান তিনি।

এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার বলেন, দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে, জানান তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ