শুক্রবার ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে-অ্যাম্বুলেন্স-সিএনজি সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত, আহত ৩
প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৪, ১০:০২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে-অ্যাম্বুলেন্স-সিএনজি সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত, আহত ৩
সংবাদটি শেয়ার করুন....
  1. পটুয়াখালীর বাউফলে সিএনজিচালিত অটোরিকশা ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
নিজস্ব প্রতিবেদক:

রোববার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার ভুবন সাহার কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষি কর্মকর্তার নাম মিলন হাওলাদার (৩০)। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং বাউফলের সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার সকালে সিএনজি গাড়িতে কর্মস্থলে যাচ্ছিলেন মিলন। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ওই সিএনজির একাংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মিলনসহ আরও চারজন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন এবং আহত অন্য তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২০১৮ সালে মিলন উপ-সহকারি কৃষি কর্মকর্তা হিসেবে প্রথম চাকুরিতে যোগদান করেন। তার স্ত্রী ও ৩ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অ্যাম্বুলেন্স ও সিএনজির চালক পালিয়েছেন। তাদের আটক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ