সাংবাদিক খান আরিফ এর ছোট মেয়ে (আরিফা আক্তার মাঈশার) শুভ জন্মদিন ★
সাংবাদিক খান আরিফ এর ছোট মেয়ে (আরিফা আক্তার মাঈশার) শুভ জন্মদিন ★
|
![]() নিজস্ব প্রতিবেদক :::ঢাকা নগরীর প্রাণকেন্দ্রে ২০২২ সালের ১১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন আরিফা আক্তার মাইশা ৫ বছর পদার্পণ করল জীবনের পঞ্চম বছরে। উপলক্ষে আয়োজিত হয় এক আনন্দঘন অনুষ্ঠানের, যেখানে কেক কেটে ছোট্ট মাইশার জন্মদিন উদযাপন করা হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় বরিশালের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বরিশালের চোখ প্রধান কার্যালয়ে এই জন্মদিন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের সাংবাদিক, কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। সবাই মিলে মাইশাকে শুভেচ্ছা জানিয়ে তার সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে সাংবাদিকরা জানান, ছোট্ট শিশুদের বেড়ে ওঠা প্রতিটি পরিবারের জন্য যেমন আনন্দের, তেমনি সমাজের জন্যও এক বিশেষ আশার আলো। মাইশার জন্মদিন উপলক্ষে তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সে একজন আদর্শবান ও সমাজের উপকারী মানুষ হিসেবে বেড়ে উঠবে। অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় মাইশার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মাইশা আমাদের জীবনের আনন্দ। তার জন্ম আমাদের পরিবারে নতুন প্রাণের সঞ্চার করেছে। আমরা চাই সে সুস্থভাবে বেড়ে উঠুক এবং সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যাক। উল্লেখ্য, মাইশা এখন ৫ বছর বয়সে পা দিলেও তার প্রাণবন্ত হাসি ও সরলতা উপস্থিত সবার মন জয় করে নেয়। জন্মদিনের এই আয়োজনটি ছোট হলেও ছিল আন্তরিকতা ও আনন্দে ভরপুর। |