বরিশালে ৬৪০ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব, নিরাপত্তা জোরদার
বরিশালে ৬৪০ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব, নিরাপত্তা জোরদার
|
![]() নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় অনুষ্ঠিত হচ্ছে ৬৪০ পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা। দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজার মাধ্যমে শুরু হলো সনাতন ধর্মালম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
র্যাব, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে ব্যাপক নিরাপত্তার চাদরে ঢাকা দিয়েছে বরিশালের পূজা মণ্ডপগুলো। টহল, গোয়েন্দা নজরদারী এবং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। পাশাপাশি করা হচ্ছে সাইবার মনিটরিং।
এ বছর বরিশাল নগরীর ৪৮টি ও জেলার ৬৪০ মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব উদযাপন নিশ্চিত করতে জেলা ও মহানগর পুলিশ প্রস্ত্তত রয়েছে। মহানগরের প্রতিমায় ফুটিয়ে তোলা হয়েছে মহাভারতের বিভিন্ন কাহিনী ও দেব-দেবীর প্রতিরূপ। নিপুণ কারিগরদের হাতে গড়া এসব প্রতিমা ও দৃষ্টিনন্দন আলোকসজ্জা দর্শনার্থীদের দেবে ভিন্ন মাত্রার অভিজ্ঞতা।
মণ্ডপে আসা সনাতন ধর্মালম্বি নারী ও পুরুষ জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজায় ভক্তরা মায়ের কাছে শান্তি, সুখ, সমৃদ্ধি এবং সকল অশুভ শক্তি ও দুঃখ-কষ্ট থেকে মুক্তি প্রার্থনা করছেন। তারা আশা করছেন, দেবী দুর্গা তাদের জীবন শান্তিময় করে তুলবেন এবং বাধাবিপত্তি দূর করবেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্ট মহানগরের সভাপতি এলবার্ট রিপন বল্লভ ও মহানগর পূজা উদযাপন পরিষদের গোপল সাহা জানিয়েছেন, দফায় দফায় প্রশাসনের সঙ্গে আমাদের সভা হয়েছে। প্রশাসন ব্যাপক সহযোগিতা প্রদান করেছে পূজাকে কেন্দ্র করে। আশা করা যায় এ বছর বরিশালে উৎসব মুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে।
বরিশাল র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানিয়েছেন, “দুর্গাউৎসবকে কেন্দ্র করে বরিশাল মহানগরীতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। সেই সাথে মাঠে নেমেছে র্যাব।”
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, “বরিশালের প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করা, স্বেচ্ছাসেবক মোতায়েন করা, ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করা এবং প্রতিমা বিসর্জন স্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।”
পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, “জেলায় পূজা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি র্যাব, গোয়েন্দা পুলিশ ও টহল টিম সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। দর্শনার্থীরা যাতে নির্ভয়ে পূজা উপভোগ করতে পারেন, সেজন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি।”
এ বছর বরিশাল বিভাগের ৬টি জেলায় ২ হাজার ১২৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বরিশাল জেলায় ৬৪০ ও মহানগরীতে ৪৭টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। |