মঙ্গলবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ, তৎপর নৌ পুলিশ
প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৪, ৮:০৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ,  তৎপর নৌ পুলিশ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক।। বৈরী আবহাওয়ার কারণে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বরিশাল নৌ বন্দরের লঞ্চটার্মিনালে আগত অভ্যন্তরীণ রুটের যাত্রীদের বাসায় ফিরে যেতে ও লঞ্চ কর্তৃপক্ষকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে বরিশাল সদর নৌ থানা পুলিশ। এ সময় নৌ পুলিশ সদস্যরা হ্যান্ড মাইকে ঘূর্নিঝড় ডানা এর কথা উল্লেখ করে সকলকে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ প্রদান করেন।
বরিশাল সদর নৌ থানার এসআই ওমর ফারুক বলেন, ঘূণিঝড় ডানা’র প্রভাবে অভ্যন্তরীণ রুটসহ সকল রুটে লঞ্চ, স্পিডবোটসহ সকল প্রকার নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তাই সকাল থেকেই নৌ পুলিশ সদস্যরা লঞ্চ টার্মিনাল এলাকাতে সচেতনতামূলক মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

এদিকে আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান বরিশাল নৌবন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

তিনি আরও জানান, ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৃষ্টি ও দমকা বাতাসের কারণে বারিশাল থেকে অবভ্যন্তরীণ রুটে এক তলা বিশিষ্ট লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে রাতে দূরপাল্লার লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

এ দিকে বরিশাল আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় দানার কারণে আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বাতাসের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে। তবে শনিবার থেকে আবহাওয়া স্বাভাবিক থাকবে।

ঘূর্ণিঝড় দানা এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের সমতলে আসার কোনো আশঙ্কা নেই। মধ্যরাতে ওড়িশা ও পশ্চিমবঙ্গে আঘাত হানবে।

ঘূর্ণিঝড় দানা এখন মংলা থেকে ৪৮৫, পায়রা থেকে ৪৭৫ কিলোমিটার দূরে আছে। কক্সবাজার থেকে ৪৫৫ আর চট্টগ্রাম থেকে ৫৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ