মঙ্গলবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুয়াকাটায় গাঁজা সেবনের অপরাধে চারজনের ১৪ দিনের কারাদণ্ড
কুয়াকাটায় গাঁজা সেবনের অপরাধে চারজনের ১৪ দিনের কারাদণ্ড
প্রকাশ: ৫ আগস্ট, ২০২৫, ১:৩৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় গাঁজা সেবনের অপরাধে চারজনের ১৪ দিনের কারাদণ্ড
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর কুয়াকাটায় গাঁজা সেবনের অপরাধে চার ব্যাক্তিকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাদেরকে ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো: হেলাল চাপরাশি, সোনাই মোল্লা (৪২), মো: তুফান (২৬), মো: শহিদুল হাওলাদার (৫০) এরা সকলেই মহিপুর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

জানা গেছে, কুয়াকাটার তুলাতলী বাসস্ট্যান্ড এলাকায় ৪ ব্যক্তি গাঁজা সেবন করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় আটককৃত প্রত্যেককে ১৪ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরো ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ হাসান বলেন, গতকাল রাতে গাঁজা সেবনের অপরাধে দণ্ডপ্রাপ্ত ৪ ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা থানায় হস্তান্তর করেন। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ